• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানালেন ওবায়দুল কাদের

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৯
Obaidul Quader,
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে এ মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনও পরিস্থিতি বিরাজমান নেই। বিএনপির সাবজেক্টিভ কোনও প্রিপারেশন নেই। ক্ষমতার পালাবদল চাইলে অন্য কোনও অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তার নিজ দপ্তরে এক ব্রিফিং-এ একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আন্দোলন ও হুমকি এই নেতা বলেন, ‘গত ১০ বছর ধরে আন্দোলনের হাঁক ডাক শুনছি। দেশের জণগণ তাদের আন্দোলনের সক্ষমতাও ইতোমধ্যে দেখে ফেলেছে। বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য করতে পারেনি। এ ব্যর্থতা ঢাকবে কী করে?’

‘বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।’ বলছিলেন ওবায়দুল কাদের।

এম


মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি
দুর্নীতিবাজদের পরিবর্তে গণতন্ত্রকামীদের ধরা হচ্ছে: সালাম
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শনিবার
‘আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে’
X
Fresh