• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দু’মাস সময় পেল সিটিসেল

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ আগস্ট ২০১৬, ১৪:৩২

সরকারের ৪৭৭ কোটি টাকা বকেয়া শোধ করার জন্য দু’মাস সময় পেল মোবাইল ফোন অপারেটর সিটিসেল। টাকা পরিশোধ সাপেক্ষে, বাংলাদেশের একমাত্র সিডিএমএ অপারেটরটি কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

সোমবার সর্বোচ্চ আদালত এই নির্দেশনা দিলেন।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই নির্দেশনা দেন।

এই পাওনা টাকা দু’কিস্তিতে আসছে দু’মাসের মধ্যে সিটিসেলকে শোধ করতে বলা হয়।

বারবার তাগাদা দেয়ার পরও বকেয়া শোধ করতে না পারায় সিটিসেলের তরঙ্গ কেন বাতিল হবে না, জানতে চেয়ে গেল ১৭ আগস্ট কোম্পানিটিকে নোটিস দেয় বিটিআরসি। জবাব দেয়ার জন্য এক মাস সময়ও দেয়া হয়। গেল ২২ আগস্ট সিটিসেলের আবেদনে ওই সময় পর্যন্ত কোম্পানিটিকে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিতে বলেন হাইকোর্ট।



এম

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh