• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

মোবাইল ফোন-ট্যাব শিশুদের নাগালের বাইরে রাখতেন গেটস (ভিডিও)

এহতেরামুল হক

  ২৮ এপ্রিল ২০১৭, ০৯:২৫

সব বয়সের মানুষের মতই শিশুদেরও কাছে টানে হালের নতুন প্রযুক্তি। জেনে কিংবা না জেনেই, অনেকেই শিশুদের হাতে তুলে দিচ্ছেন খেলনা রূপী এমন ভয়ঙ্কর প্রযুক্তি।

নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করে বয়সের বাছ-বিচার ছাড়াই বিশ্ববাসীর হাতে তুলে দিচ্ছেন পশ্চিমারা। অথচ নিজেদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে সচেতনভাবে এসবের আসক্তি থেকে আগলে রাখছেন।

বিশ্বখ্যাত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বা অ্যাপলের প্রয়াত সত্ত্বাধিকারী স্টিভ জবসের যার প্রকৃষ্ট উদাহরণ। তারা নিজের শিশু সন্তানদের প্রযুক্তির নেশা থেকে দূরে রেখেছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন শিশুদের প্রয়োজনের অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার ঠেকাতে এমন উদ্যোগ অভিভাবকদের জন্য অনুসরণীয়।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিশ্বসেরা ধনী বিল গেটস জানিয়েছেন, ১৪ বছর বয়সের আগে সন্তানদের মোবাইল ফোন ব্যবহার করতে দেননি তিনি। ডিনারের টেবিলে ফোন কিংবা ট্যাব ব্যবহার নিয়ন্ত্রণ করেন। সেই সঙ্গে গেজেট ব্যবহারেও বেঁধে দেন নির্দিষ্ট সময়সীমা।

ব্যবসায়িক বিরোধ থাকলেও বিল গেটসের সঙ্গে স্টিভ জবসের মিল এক জায়গায়। খাবার টেবিলে প্রযুক্তির বদলে বই, ইতিহাস কিংবা বৈচিত্রপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন সন্তানদের সঙ্গে।

প্রযুক্তির ভালো-মন্দ দিক জানতেন বলেই এর আগ্রাসন নিজেদের কোমলমতি শিশুদের রক্ষা করতে পেরেছেন তারা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh