• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ার মুসলিমরা যেভাবে স্বাগত জানালো রমজানকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০১৯, ২২:২১
ছবি: ইন্দোনেশিয়ার সংবাদপত্র জাকার্তা গ্লোব

ইন্দোনেশিয়ার মুসলিমরা বেশ আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানিয়েছে পবিত্র রমজানকে। মনে হয় যেন দেশটির তিন শতাধিক উপজাতি নিজস্ব রীতিতে এই পবিত্র মাসকে স্বাগত জানায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র জাকার্তা গ্লোব।

শনিবার পশ্চিম জাভার কারাওয়াংয়ের ভেস্পা-ভক্তরা শহরটিতে তাদের মোটরবাইক নিয়ে প্যারেড করে।

শুক্রবার পূর্ব জাভার জম্বাংয়ে স্থানীয় গ্রেবেক গুনুনগ্যান অনুষ্ঠানে অ্যাপেম নামের এক ধরনের পিঠা বিতরণ করা হয়।

শনিবার মধ্য জাভার বয়োলালিতে স্থানীয় প্যাদুসান পুণ্যস্নানের রীতি অনুসারে উম্বুল নগাবিয়ান নামের একটি ঝর্ণায় গোসল করে মুসলিমরা।

শুক্রবার পশ্চিম জাভার বোগোরের রাস্তায় মশাল মিছিল বের করে স্থানীয় মুসলিমরা।

দেশটির আচেহ প্রদেশের বান্দা আচেহ শহরের রাস্তায় রমজানকে স্বাগত জানানোর প্যারেডে নেকাব পরে অংশগ্রহণ করে মুসলিম ছাত্রীরা।

শনিবার পশ্চিম আচেহ’র সামাতিগা শহরে বাঁশের সাহায্যে রমজানের বিশেষ খাবার লেম্যাং রান্না করা হয়।

ম্যাগেনগ্যান কুবরো অনুষ্ঠান উপলক্ষে চাল ও ময়দার তৈরি অ্যাপেম নামের এক ধরনের পিঠার স্তূপ।

শুক্রবার মধ্য জাভার সেমারাং শহরে দুগদের কার্নিভ্যালে ওয়ারাক অ্যানিম্যাল স্ট্যাচু বহন করছে শিশুরা।

শনিবার পূর্ব জাভার পোরোং শহরে এক জায়গায় নিহতদের স্মরণে ফুল ছড়াচ্ছেন এক ব্যক্তি। জায়গাটি কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়।

শনিবার মধ্য জাভার সোলো শহরের ল্যায়েইয়ান গ্রামের তারহিব প্যারেডে এক মুসলিম ছাত্রীর হাতে থাকা পোস্টারে লেখা, ‘চলুন সবাই মসজিদে’।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রমজান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh