• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত

আরটিভি নিউজ ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩
Four Bangladeshis injured in random shootings in Canada
সংগৃহীত

কানাডার টরন্টো শহরের রিজেন্ট পার্ক এলাকায় এলোপাথাড়ি গোলাগুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল এক ফেসবুক পোস্টে আহতদের পরিচয় ও সবশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছাত্তার মিয়া গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকিরা শঙ্কামুক্ত।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড ও ডান্ডাস স্ট্রিট সংলগ্ন ওক স্ট্রিটের পার্কিং লটে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।

পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তারা দুইজন সন্দেহভাজনকে খুঁজছে। সন্দেহভাজনরা একটি টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে পুলিশ ধারণা করছে।

এদিকে গোলাগুলির ঘটনার পর কানাডায় বসবাসরত প্রবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তুলেছে।

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত
X
Fresh