logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৩ জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে, নতুন আক্রান্ত ৫৪ জন, এর মধ্যে ঢাকায় ৩৯ জন আর পুরুষ ৩৩ জন, নারী ২১ জন, মোট আক্রান্ত ২১৮: আইইডিসিআর। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭৩৮০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৮২ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ১৯৭০ জন। মোট মৃত্যু ১২৮৫৪, আক্রান্তের দিক দিয়েও সবার ওপরে যুক্তরাষ্ট্র। এরপরেই ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪১৭ জনের। মোট মৃত্যু ১০৩২৮ জনের। মোট আক্রান্ত এক লাখ নয় হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুতে বিশ্বে এখনও শীর্ষ ইতালি, এরপরই স্পেন। ব্রিটেনে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক লাফে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর।

করোনা নিয়ে টিভিতে গুজব খোঁজার সেল গঠনের নিন্দা ও প্রতিবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৬ মার্চ ২০২০, ২২:৪৪ | আপডেট : ২৬ মার্চ ২০২০, ২২:৫৯
                                                                                                                

করোনা মোকাবেলায় দেশের সম্প্রচার সংবাদিকরা যখন জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করছেন। জনগণকে সচেতন করছেন তখন টেলিভিশনে ‘গুজব’ খোঁজার জন্য তথ্য মন্ত্রণালয়ের ১৫ সদস্যের সেল গঠন বিষ্ময়কর; অনভিপ্রেত ও হতাশাজনক।

ওই সিদ্ধান্তে সম্প্রচার সংবাদকর্মীরা হতবাক হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন গুজব ছড়ায় তখন বাংলাদেশে টেলিভিশনগুলো প্রকৃত তত্য তুলে ধরেছে। সম্প্রতি লবনসহ নিত্যপণ্য সংকটের গুজব মোকাবেলা তার উদাহরণ। সম্প্রচার সংবাদকর্মীরা সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী এবং দেশের প্রতি দায়বদ্ধ।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি তথ্য মন্ত্রণালয়ের এই মনিটিং সেল অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছে।

রেজোয়ানুল হক

চেয়ারম্যান,  বিজেসি

শাকিল আহমেদ

সদস্য সচিব,  বিজেসি

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২১৮ ৩৩ ২০
বিশ্ব ১৪৮৪৮১১ ৩২৯৮৭ ৮৮৫৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • মিডিয়া এর সর্বশেষ
  • মিডিয়া এর পাঠক প্রিয়