টেলিভিশন নাট্যকার সংঘের নেতৃত্বে এজাজ মুন্না-উজ্জ্বল
টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এজাজ মুন্নাকে সভাপতি ও জাকির হোসেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৩ মে) টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
চূড়ান্ত হওয়া কমিটিতে সহ-সভাপতি পদে আছেন পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু ও মোস্তফা মনন; যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, টুকু মজনিউল ও সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস; অর্থ সম্পাদক মনসুর চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা শাম্মী; আইন ও কল্যাণ সম্পাদক মানস পাল; দফতর সম্পাদক আফরিন জেসিকা; গবেষণা ও প্রশিক্ষক সম্পাদক জুয়েল কবীর।
এছাড়া কার্যনির্বাহী সম্পাদক পদে আছেন চারজন- ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন সুমন ও লিটু সাখাওয়াত।
কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বৃন্দাবন দাস, শিহাব শাহীন ও অরণ্য আনোয়ার।
এর আগে সভায় নাট্যকারদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে নাট্যকার সংঘের কার্যক্রম আরও বেগবান করার ওপরেও গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি হারুন রশীদ। এ সময় বিশিষ্ট নাট্যজন ও টেলিভিশন নাট্যকার সংঘের আজীবন সদস্য মামুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন