logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

'শুধু খবর সংগ্রহ নয়, জীবন রক্ষার দায়িত্বও নিতে হয়'

রাত তখন একটা। মধ্যরাতে খবরের সন্ধানে কাজ করা একদল সংবাদকর্মী তখন সড়ক দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে গেছেন হাসপাতালে। 

গুরুতর আহত সিএনজি চালক তখন কাতরাচ্ছেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সংকটাপন্ন। লাগবে তিন ব্যাগ- এ পজিটিভ রক্ত।   

কিন্তু এত রাতে কোথায় পাওয়া যাবে রক্ত? মধ্যরাতে তখন দেবদূত হয়েই এলেন তিন টেলিভিশন রিপোর্টার। যাদের ব্লাড গ্রুপ মিলে গেলো।  

ইন্ডিপেন্ডেন্ট টিভির বনি ইবনে কামাল, আরটিভির দীপ্ত জয় ও বৈশাখীর মীন উদ্দিন আরিফ দ্রুত গেলেন প্যাথলজি বিভাগে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দিলেন রক্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিএনজি চালকসহ আহত অন্যদের অবস্থা উন্নতির দিকে। কেটে গেছে শঙ্কাও।

তিন সংবাদকর্মীর এই পাশে দাঁড়ানোর গল্প নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন তার সহকর্মীরা। 

এহসানুল হক শাওন লিখেছেন, ভালোবাসা ওদের জন্য। সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ করা নয়। কখনো কখনো কাজ করতে গিয়ে মানুষের জীবন রক্ষা করার‌ও দায়িত্ব নিতে হয়।

রফিকুল ইসলাম লিখেছেন, বিপদের সময় কে সংবাদকর্মী, কে সিএনজি চালক সেটা গুরুত্বপূর্ণ নয়। খবর সংগ্রহ যেমন পেশাগত কাজ, মানুষের পাশে দাঁড়ানোও সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। এই তিন সংবাদকর্মী তার প্রমাণ রেখেছেন। তাদের অভিনন্দন। 

এসজে

RTVPLUS