• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে 

আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২০, ১৫:০১
coronavirus
ছবি-সংগৃহীত

দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৫৬ জনের দেহে। মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১১০ জনে। আক্রান্তদের মধ্যে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধশত জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ৮০১ জনের দাঁড়ালো।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

করোনা বিষয়ে নিয়মিত বুলেটিন তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ছয় জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৯ হাজার ২১০ জনে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার সাতটি।

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh