আরটিভি অনলাইন রিপোর্ট
২৩ মে ২০২০, ১৯:৪২
আপডেট : ২৪ মে ২০২০, ১৭:৪৬
আপডেট : ২৪ মে ২০২০, ১৭:৪৬
অসহায়ের সহায় ‘সঙ্গে আছি’

অসহায়ের সহায় ‘সঙ্গে আছি’র সচিত্র কাযক্রম, ছবি: সংগৃহীত
লকডাউনে বেদে সম্প্রদায়ের আয়-রোজগার নেই। তাই তুরাগে এই সম্প্রদায়ের ৬৫ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ‘সঙ্গে আছি’। এছাড়া হিজরা ও ডোম সম্প্রদায়ের ৩০০ জনকেও খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সংগঠনটি।
এই লকডাউনে সবচেয়ে বেশি বিপদে পড়েছে মধ্যবিত্তরা। তাদের কথা মাথায় রেখে সঙ্গেআছির ফেসবুকপেইজের মাধ্যমে ঠিকানা সংগ্রহ করে মধ্যবিত্তদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, আদা ও রসুন) পৌছে দিচ্ছেন তারা। রাতে রাজধানীর রাস্তায় ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষকে রান্না করা খাবারও খাওয়ানো হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে। রাজধানীতে প্রায় প্রতিদিন বিকেলে পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করছে সেচ্ছাসেবী সংগঠনটি। ইফতারের আগ মুহূর্তে খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোজাদারেরা। দুই হাজার মানুষকে এই উদ্যোগের মাধ্যমে উপহার দেন তারা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রমজানের বাকি দিনগুলোতে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘সঙ্গে আছি’র সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা জানান, করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ঠিকমতো তিনবেলা খাবার পাচ্ছেন না। নিম্নআয়ের মানুষের অবস্থা আরও করুণ। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় কারও কাছে খাবার চাইতে পারছেন না, না খেয়ে দিন পার করছেন। এসব বিষয় মাথায় রেখে লকডাউনের শুরু থেকে 'সঙ্গে আছি, সঙ্গে থাকুন' স্লোগানে ওই সংগঠন যাত্রা শুরু করে। সংগঠনটির উদ্যোগে প্রতিদিন নগরের বিভিন্ন এলাকায় গড়ে পাঁচশতাধিক মানুষকে খাবার বিতরণ করা হয়। ইতোমধ্যে সাত হাজার মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন পশুপাখিকেও খাবার বিতরণ করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক রফিক রাফি জানান, আসন্ন ইদকে সামনে রেখে ইদ উপহার বিতরণ করা শুরু হয়েছে। অসহায় মানুষদের সহায়তা করতে পারাই এই সংগঠনের সফলতা। সংগঠনের সাথে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল সামর্থ্যবান পেশাজীবী মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
পি