• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের বর্ণবাদী আচরণে করোনা অনিয়ন্ত্রিত: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০২০, ১০:৫৪
coronavirus
ছবি-সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। বলে মন্তব্য করেন বারাক ওবামা।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে কঠোর সমালোচনা করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট।

চলমান সংকটে প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন ওবামা বলেন। এই সময় তার আলাপচারিতার অডিও ফাঁস হয়। বলে জানিয়েছে বিবিসি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ব্যাপারে বর্তমান প্রশাসনের গৃহীত পদক্ষেপকে চরম বিপর্যয়কর বলেও মন্তব্য করেছেন ওবামা।

তিনি বলেন, দেশের জনগণকে স্বার্থপরতা, শত্রুতা, বর্ণবাদী আচরণ ও সমাজবদ্ধ হয়ে না থাকার শিক্ষা দিচ্ছেন ট্রাম্প। এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে মার্কিন জনগণকে লড়াই করতে হবে বলে জানান তিনি।

সাবেক প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, এই মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সুসংহত বা সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।

করোনায় এই পর্যন্ত সবচেয়ে প্রাণ গেছে যুক্তরাষ্ট্রেই। দেশটির মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার সাতশো’র বেশি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ হাজারের অধিক মানুষ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
X
Fresh