• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় করোনায় ৫১ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬
২৪ ঘণ্টায় করোনায় ৫১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ জন। আর একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮শ’ ৭১ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৯শ’ ৩১ জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১২টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি।

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

মৃত ৫১ জনের মধ্যে পুরুষ ২৯ ও নারী ২২ জন। মৃত ৫১ জনের মধ্যে ঢাকায় ১৯, চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, খুলনায় ৯, সিলেটে ৬, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে কারো মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে বাংলাদেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ একজন মারা যায়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু
নদীতে ডুবে যুবকের মৃত্যু
সংসদে ঢুকতে বাধা দেওয়ায় লতিফ সিদ্দিকীর ক্ষোভ
করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক!
X
Fresh