• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৩১ লাখের বেশি মানুষ

আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ২২:২৩
করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৩১ লাখের বেশি মানুষ
করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৩১ লাখের বেশি মানুষ

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে আজ মঙ্গলবার (৪ মে) পর্যন্ত ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন মানুষ টিকা নিয়েছেন। প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। দুই ডোজ মিলে মোট টিকা নিয়েছেন ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ জন।

মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশজুড়ে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালসহ দেশের ১ হাজার ৫টি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়। দেশে গত ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা শুরু হয়। এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে গণটিকা প্রদান শুরু হয়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক!
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh