ফ্রান্সেও নতুন প্রজাতির করোনার সন্ধান
যুক্তরাজ্যে পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের সন্ধান এবার ফ্রান্সেও মিলেছে। দেশটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে নতুন একটি করোনার ঢেউ মোকাবিলা করতে হবে তাদের। খবর এএফপি।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গেল ১৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরা এক ফ্রেঞ্চ নাগরিকের শরীরে করোনার নতুন এই রূপ শনাক্ত করা হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই ব্যক্তির মধ্যে করোনার কোনও লক্ষণ ছিল না। শনাক্ত হওয়ার পর থেকে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করাসহ ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্য জানায়, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি।
ওয়াই