করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ছে
সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৬ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৪৮৭ জনে। গতকাল মঙ্গলবার ২ হাজার ২৩০ রোগী শনাক্ত হয়েছিল। আর ওই দিন করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৩২ জনের।
করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২ হাজার ১৫৬ জনসহ মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনের।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।
এফএ