logo
  • ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০, ৫ আশ্বিন ১৪২৭

করোনার বিদায় নিয়ে আশার বাণী শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

|  ২২ আগস্ট ২০২০, ০৯:৩৫ | আপডেট : ২২ আগস্ট ২০২০, ১২:৫০
Coronavirus COVID-19 WHO
ছবি- সংগৃহীত
একটু হলেও করোনা নিয়ে আশার আলো দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান আশা করছেন আসছে দুই বছরের মধ্যে এই মহামারির অবসান হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মহামারিকে বিদায় দেওয়া সম্ভব বলে জানান টেড্রোস আধানোম। 

শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি। 

টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারির অবসান দুই বছরে হয়েছিলো। কিন্তু বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তির কারণে খুব অল্প সময়ের মধ্যে বিশ্ব এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।’

১৯১৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত স্থায়ী হওয়া স্প্যানিশ ফ্লুতে মৃত্যু হয়েছিল পাঁচ কোটিরও বেশি মানুষের। এরই মধ্যে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে দুই কোটি ৩১ লাখের বেশি মানুষ।

ডব্লিউএইচওর প্রধান আরও বলেন, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে দূরত্ব না মানা। তাই ভাইরাস ছড়ানোর বেশ ভালোই সম্ভাবনা আছে। যদিও আমাদের কাছে এটা বন্ধ করার মতো প্রযুক্তি এবং মেধা রয়েছে।

ওয়াই

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • করোনাভাইরাস এর সর্বশেষ
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়