• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের অধ্যক্ষের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০২০, ১০:৫১
Principal Nilufar granted
অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২৬ মে) ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে আমরা সবাই ভেঙে পড়েছি।

নিলুফার মঞ্জুর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ড. মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া কেমন আছে, জানালো সিএমএইচ
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh