• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নিল বাংলাদেশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মে ২০২০, ১৮:১৩
ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ
ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ

করোনাভাইরাস মোকাবিলায় ফার্মাসিটিক্যাল ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি না থাকায় কোয়ারেন্টিন, আইসোলেশন, সামাজিক দূরত্বই গুরুত্ব পাচ্ছে বেশি। তবে এই দূরত্বই বা কতটা সময় মেনে চলা সম্ভব।

প্রয়োজনেই মানুষকে বাইরে যেতে হচ্ছে। এবার আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। ট্রায়ালে যুক্তরাজ্য, পাশাপাশি এগিয়ে চলছে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি। এই অবস্থায় ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হওয়ার ঘোষণা দিলো বাংলাদেশ।

ঔষধ প্রশাসনের দেয়া তথ্য মতে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য ও চীনের সঙ্গেই কাজ করবে বাংলাদেশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ বলেন, ‘আইইডিসিআর-এর পাশাপাশি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজে লাগালে পরিধি বাড়বে। পরবর্তীতে সরকার টিকাদান করতে চাইলে তখন কাজে লাগবে।’

এদিকে প্রাথমিকভাবে এ ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের হয়ে আইসিডিডিআরবির যুক্ত হওয়ার কথা জানিয়েছে ঔষধ প্রশাসন।

এম

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ এপ্রিল)
বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
বাংলাদেশি সিনেমার মস্কো জয় 
X
Fresh