• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রস্তুত, শনিবার সরকারের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২০, ১৮:৫৯
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রস্তুত, শনিবার সরকারের কাছে হস্তান্তর
ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ (GR Covid-19 Dot Blot) দিয়ে মাত্র ১৫ মিনিটেই করোনাভাইরাস শনাক্ত করা যাবে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি জিআর কোভিড-১৯ ডট ব্লোটের নমুনা আগামী শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে এ হস্তান্তর অনুষ্ঠানটি হবে।

সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি (CDC) কেও নমুনা হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর কোভিড-১৯ ডট ব্লোটের স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন/রাত সেখানে কাজ করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পুরো কাজটা শেষ করে শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh