• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

৭-৮ দিনের মধ্যে করোনা পরীক্ষাগার স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ১৫:১২
৭-৮ দিনের মধ্যে করোনা পরীক্ষাগার স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী
নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার দুপুরে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭-৮ দিনের মধ্যে দেশে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে।

নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার দুপুরে তিনি একথা বলেন।

তার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে, আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় তিনি দেশবাসীকে দিক নির্দেশনা দেবেন।
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
ভুল চিকিৎসা বলতে কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী
‘আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী’
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh