• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আরও ৩৬ জন করোনায় আক্রান্ত

আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫২
করোনাভাইরাস
ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ১৪৮ জন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৩ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে দেশে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
৮ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন, যা জানাল বিটিসিএল
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
X
Fresh