• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিশ্বে করোনায় আরও ৫১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৩, ০৮:৪৫
করোনা আক্রান্ত
ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭০ জন।

বুধবার (২ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৬২২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

এ ছাড়া ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১০০ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৫৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৪৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ৭৩০ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে শান্ত বাহিনী
অতীত ভুলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র  
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড
X
Fresh