• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিশ্বে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু ও কমেছে শনাক্ত

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৩, ০৮:২৯
বিশ্ব করোনা
ফাইল ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭৪২ জন।

সোমবার (৮ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮১১ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭৪২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৯০৮ জন এবং মারা গেছেন ৪ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন বং মারা গেছেন ২০ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৪৭ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৫১৮ জন এবং মারা গেছে ১১ জন। আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ৫৮০ জন এবং মারা গেছে ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৯০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭১ হাজার ২৪ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২ লাখ ৫২ হাজার ৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতীত ভুলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র  
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড
‘অনেক চেষ্টা করেও বিএনপি নেতারা লু’র সঙ্গে দেখা করতে পারেননি’
লু’র সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর
X
Fresh