• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২২, ১৭:২৫
করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। এর আগে গতকাল (২১ জানুয়ারি) ১২ জনের মৃত্যু এবং ১১ হাজার ৪৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল। আজ

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮২ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছেন ২৮ হাজার ২০৯ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
নাটোরে বসতঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
X
Fresh