• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ১১০০

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৫১
একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ১১০০
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জন রোগী শনাক্ত হয়েছে, যা গতকালের (মঙ্গলবার) তুলনায় এক হাজার ৯৩ জন বেশি।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৩ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
সারাদেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh