• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিধিনিষেধের প্রজ্ঞাপন জারির সময় জানাল স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১৮:০৮
স্বাস্থ্যমন্ত্রী

দিনে দিনে করোনা সংক্রমণে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ জন এবং আক্রান্তের সংখ্যা ১৫ শ’ ছুঁইছুঁই।

এমন অবস্থায় রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ রোববার কিংবা সোমবার বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, ইতোমধ্যে শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছেছে এবং এটা প্রতিদিনই ঊর্ধ্বমুখী। যখন থেকে (করোনার সংক্রমণ) বাড়ছে তখন থেকেই সতর্কবাণী প্রচার করছি। স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। যার ফলে শনাক্তের হার বাড়ছে।

এ সময় প্রজ্ঞাপন জারির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে সচেতন হতে হবে। সবাই আক্রান্ত হতে পারেন, শিশুরাও আক্রান্ত হচ্ছে। সংক্রমন বেড়ে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সংক্রমণ যে হারে বাড়ছে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন
সেন্সর বোর্ডে সদস্যপদ পেলেন যে তারকারা
সুখবর দিল বিআরটিএ
X
Fresh