logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৪ জন, আক্রান্ত ২৪৮৭ জন, সুস্থ হয়েছেন ১৭৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রাবিতে অনলাইন ক্লাস শুরু ৯ জুলাই

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ
|  ০৬ জুলাই ২০২০, ২০:১৭ | আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:০০
Online classes start July 9  Rajshahi University
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে অনলাইনে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। 

আজ সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই তথ্য জানান তিনি।

এ সময়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অনানুষ্ঠানিক ভাবে অনলাইনে ক্লাস নিচ্ছেন। তবে, আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা আগামী ৯ জুলাই থেকে অনলাইন ক্লাস নেয়া শুরু করবো।

তাই প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার অনুষদ অধিকর্তা ও ইন্সটিটিউটের পরিচালকদের সঙ্গে অনলাইনে মিটিং করা হবে।’

তিনি আরও বলেন, অনলাইনে ক্লাস পরিচালনার জন্য ইতোমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। যদি কোনো শিক্ষক অনলাইনে ক্লাস পরিচালনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন, তবে তারা এই কমিটিকে বিষয়টি অবহিত করবেন।

প্রসঙ্গত, এর আগে গত মাসের ২৫ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনলাইনে ক্লাস শুরু ঘোষণা দিলো। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

এজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৭৬০০ ১৪৮৩৭০ ৩৩৯৯
বিশ্ব ১৯৮১৭৫৭৪ ১২৭২৯৮৯৬ ৭২৯৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিক্ষা এর সর্বশেষ
  • শিক্ষা এর পাঠক প্রিয়