• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্থগিত হওয়া ফাইনাল প্রফ আয়োজনের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ২৩:৩১
The students have human chained
মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

মেডিকেল কলেজগুলােতে স্থগিত থাকা ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বিএমডিসি ভবনের সামনে এ মানববন্ধন করেন ফাইনাল প্রফ পরীক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি করোনা মহামারিতে আর সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত মেডিকেল কলেজগুলােও বন্ধ রাখা হয়েছে যার দরুণ আটকে আছে মে’২০ এর সব কয়টি প্রফই। এই করোনাকালীন সময়ে রোগীদের সবচেয়ে দুঃসময়টাতে চিকিৎসক তৈরির এ ধারা ব্যহত হলে শুধু দীর্ঘমেয়াদেই নয়, ইন্টার্ন ডাক্তার সংকট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

এ সময় তিন দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এগুলো হলো, বিএমডিসির সার্বিক সহায়তায় অবিলম্বে এমবিবিএস ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ; চলমান করােনা সংকট মােকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়ােজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমােদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা সমাধানে আপাতত মেডিকেলের কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
৯ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
প্রাইভেটকারের ধাক্কায় কারখানার কেয়ারটেকার নিহত
X
Fresh