• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রাইভেটকারের ধাক্কায় কারখানার কেয়ারটেকার নিহত

আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ১০:১৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জুরাইনে একটি কারখানার কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন।

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আনিসুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলায়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন আনিসুর রহমান। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চিকিৎসক তাকে রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মো. মনিরুল ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
হকার মাইকিংয়ে অতিষ্ঠ রাজধানীবাসী, মুক্তি মিলবে কি
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোটরযান চলাচল নিয়ে কঠোর নির্দেশনা, না মানলেই শাস্তি