• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

রাবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ২০:৪০
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি
ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) শুরু হবে। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে প্রথমবর্ষের শিক্ষার্থীদের সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এদিকে, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী রোববার (২১ জানুয়ারি)। এর আগে শীতকালীন ছুটি উপলক্ষে গত ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাস খুলবে আগামী ১৯ জানুয়ারি। ৫ জানুয়ারি রোববার থেকে ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত তিন জানুয়ারি শুক্রবার থেকেই ছুটি শুরু হয়েছিল। অন্যদিকে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস পরীক্ষা শুরু হবে ১৯ জানুয়ারি রোববার থেকে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির লিগ্যাল সেলের নতুন প্রশাসক ড. সাদিকুল ইসলাম 
‘তোর কোন পায়ে গুলি করব, ডান পায়ে না বাম পায়ে?’
সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ
X
Fresh