• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পাসের হার কমায় হতাশ হইনি: শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৮, ১৭:৩৩

পাসের হার কমায় মোটেও হতাশ হইনি। বরং আমরা আনন্দিত যে, লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে মান বৃদ্ধি পাচ্ছে এবং এ ধারাটা অব্যাহত থাকবে।বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সারসংক্ষেপ হস্তান্তর কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গুণগত মান উন্নত করতে হলে কিছু পরিবর্তন আনতে হয়, কার্যকরী ব্যবস্থা নিতে হয়। তার জন্য খাতা দেখার ক্ষেত্রে আমরা এখন অনেক কঠোর। যে শিক্ষকরা খাতা দেখেন তারা কঠোরভাবে দেখেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাসের হারে এগিয়ে বরিশাল, পিছিয়ে দিনাজপুর
--------------------------------------------------------

মন্ত্রী বলেন, আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রমাণ হচ্ছে আরও বেশি মানুষ শিক্ষায় সম্পৃক্ত হচ্ছে এবং ঝরে পড়া কমছে। কারিগরি শিক্ষা নিয়ে জনসম্পদ গড়ে তোলা হচ্ছে, এ সংখ্যাটা এবার অনেক বৃদ্ধি পেয়েছে।

ছাত্রীদের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ফলাফলেও তারা ভালো করেছে, সংখ্যায়ও বৃদ্ধি পেয়েছে।

যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা আশা করছি তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামীতে পরীক্ষা দেবেন।

এসময় মন্ত্রী প্রশ্ন ফাঁস ঠেকাতে সমন্বিত কর্মকৌশল তুলে ধরেন।

এদিকে দুপুর ১ টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগে বেশি পাস করতো, তখন বলা হতো ভালোভাবে খাতা দেখা হয়নি। আবার এখন কম পাস করেছে, এখন বলা হচ্ছে পাসের হার কমে গেল কেন। বেশি পাস করলেও অপরাধ, কম পাস করলেও অপরাধ। খাতা দেখার মান ঠিক রাখতে গিয়ে পাসের সংখ্যা কিছুটা কম হবে এটা স্বাভাবিক।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং এর মাধ্যমে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে এনেছি। এক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে।

এবার এইচএসসি ও সমমানে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। আর ফেল করেছে ৪ লাখ ২৯ হাজার ৯৫৬ জন।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
এবার গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী
X
Fresh