• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন ফাদার বেঞ্জামিন ডি কস্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৭, ২১:২১

রাজধানীর নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা আর নেই।

শুক্রবার বিকেল চারটায় রাজধানীর সিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।

নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাদার বেঞ্জামিন দীর্ঘদিন ধরে লিভার সংক্রমণে ভুগছিলেন।

এ কারণে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার তাকে সেখান থেকে ফিরিয়ে এনে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে নটরডেম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ফাদার বেঞ্জামিন ডি কস্তার মৃত্যুতে নটরডেম কলেজের একটি উজ্জ্বল যুগের সমাপ্তি ঘটল।

ফাদার বেঞ্জামিন ডি কস্তা ১৯৯৮-২০১২ সাল পর্যন্ত নটরডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

নটরডেম বিশ্ববিদ্যালয় হবার পর এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।


এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
মুনিয়া খান ন্যাশনাল মেডিকেলে পড়েছেন কি না জানালেন অধ্যক্ষ
জাতীয় পতাকা উত্তোলনের সময় পকেটে হাত, অধ্যক্ষের ছবি ভাইরাল
জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
X
Fresh