• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় পতাকা উত্তোলনের সময় পকেটে হাত, অধ্যক্ষের ছবি ভাইরাল

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২৪, ১৪:২০
জাতীয় পতাকা উত্তোলনের সময় পকেটে হাত, অধ্যক্ষের ছবি ভাইরাল
ছবি : আরটিভি

মহান জাতীয় ও স্বাধীনতা দিবসে নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পকেটে দুহাত ভরে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভিন্নভাবে সম্মান প্রদর্শন করেছেন। এমন দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবি দুটিতে দেখা গেছে, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক জাতীয় পতাকা উত্তোলনের সময় পকেটে দুহাত ভরে রেখেছেন। আর অন্যান্য শিক্ষক-কর্মচারীরা জাতীয় পতাকাকে স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করছেন।

এ বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে অধ্যক্ষের হোয়াটসঅ্যাপে ছবি দুটো পাঠানো হলে তিনি বলেন, এটা ভুল হয়ে গেছে। এটা নিউজ কইরেন না, পরে প্রয়োজনীয় পজেটিভ নিউজ কইরেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসন কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাকে স্যালুট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে পকেটে হাত রাখা শোভনীয় নয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
X
Fresh