• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চবিতে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা : ৩৮৮ জন অনুপস্থিত 

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২১, ১৪:৫৮
চবিতে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: ৩৮৮ জন অনুপস্থিত 
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন।

শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয়ে দুপুর সাড়ে ১২টায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫৮ জন। অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন।

তিনি জানান, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে গেল ১ ও ২ অক্টোবর ‘ক’ ও ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগামী ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুচ্ছ পরীক্ষায় ‘এ’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিতি ৮৯ দশমিক ৩৩ শতাংশ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, তাপপ্রবাহ ঘিরে বিশেষ ব্যবস্থা
এটাই আমার লাস্ট বিসিএস!  
X
Fresh