• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইবিতে চলমান সকল পরীক্ষা স্থগিত

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬
ইবিতে চলমান সকল পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের চলমান ও আসন্ন সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারাদেশের করোনা পরিস্থিতি কথা বিবেচনা করে সরকার আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও আসন্ন সকল পরীক্ষা স্থগিত করেছে। সেই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চলমান স্নাতক ও স্নাতকোত্তর শেষ পর্যায়ের এবং আসন্ন সকল পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ বিষয়ে ভিসি শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চলমান ও অনুষ্ঠিতব্য বিভিন্ন বিভাগের পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা পরীক্ষা নিতে রাজি না।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করার নির্দেশনা আসছে। ইবি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ২০ জনের বিসিএসের স্বপ্নভঙ্গ
বিসিএসের প্রিলিতে এবার বসছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
X
Fresh