• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইউজিসি

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ২১:১০
UGC building
ইউজিসি ভবন

করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে ফের শনিবারে আলোচনায় বসার কথা রয়েছে।

জানা গেছে, করোনার কারণে এবার সাড়ে ১৩ লাখের বেশি পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এত শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির আসন নেই।এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের এখন বড় চিন্তার কারণ উচ্চশিক্ষায় ভর্তি। ইউজিসির হিসাবে দেশে ৪৬টি সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ে আসন আছে ৬০ হাজারের মতো। বাকি আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে। বর্তমানে অনুমোদন পাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৭টি। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ আছে।

অনলাইন আলোচনায় বক্তারা বলেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীদের কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি করানো হবে সেটি আগামী শনিবার ফের আলোচনা করা যাবে। তবে প্রাথমিক অবস্থায় আজকে কিছুটা আলোচনা করায় কিছু সমাধানের পথ খুঁজে পাওয়া গেল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন উর রশিদ জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগের মতোই পরীক্ষা ছাড়া কেবল এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বর্তমান পরিস্থিতিতে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও একইভাবে শিক্ষার্থী ভর্তির বিষয়টি বিবেচনা করতে পারে বলে তিনি প্রস্তাব দেন। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন। তাদের বেশির ভাগ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করবেন। যেখানে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি, একই সমস্যা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতেও দেখা দেবে। এ অবস্থায় অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবদাহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধ   
বিকেলে প্রো-ভিসি নিয়োগ, রাতে স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি মিজানুর রহমান
ইউজিসিতে অবস্থান নেওয়ার ঘোষণা ডিইউজের
X
Fresh