• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি সাংবাদিক সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ঢাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:২২
Celebrating the 35th founding anniversary of DU Journalists Association
টিএসসিতে সমিতির কার্যালয়ে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়, ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমিতির কার্যালয়ে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।

করোনাভাইরাস মহামারির কারণে অনলাইন প্ল্যাটফর্ম জুমে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ যুক্ত হন। সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসাইনের সঞ্চালনায় সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘অনেক সময় আমরা সমস্যায় পড়ি। কোনো কোনো শ্রদ্ধেয় সহকর্মী অভিজ্ঞতা বা তথ্যের অভাবে এমন কিছু কথা বলে ফেলে বা এমন কিছু আচরণ করে বসে, যার জন্য আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে’

তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজন সজ্জনের বৈশিষ্ট্য হলো, সে বিকৃত রুচির মানুষ নয়। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে বা ঘাটতি নজরে আসলে সেটাকে কিভাবে পরিশীলিত রূপে তুলে ধরা যায়, সে চেষ্টা করতে হবে। তা না করে, অন্যকে অসম্মানিত করার দৃষ্টিভঙ্গি থাকলে সেটা পরিহার করতে হবে। অন্যকে ঘায়েল করার জন্য নিউজ করা ভালো মূল্যবোধের পরিচয় হতে পারে না। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তোমরা বিশ্ববিদ্যালয়ের ওয়াচডগের ভূমিকা পালন করছো। তোমাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অন্য ধরনের। কারণ, তোমরা সামগ্রিকভাবে জাতীয় পর্যায়ে আমাদের সম্মান তুলে ধরো।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি, আমাদের কাজের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এজন্য যারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছে, তাদের ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদেরও একটা দায়িত্ব আছে।’

তিনি আরো বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে, এতে সাংবাদিকদের অসামান্য ভূমিকা রয়েছে। নানা জুলুম, হুমকি, মৃত্যুভয় তুচ্ছ করে তারা তখন কাজ করেছে। জাতীয় পর্যায়ের এসব সাংবাদিকই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে যুক্ত ছিল। এখনও বিভিন্ন গণমাধ্যমে এই সমিতির সদস্যরা নেতৃত্ব দিচ্ছেন। কাজেই, আমরা চাইব তারা বস্তুনিষ্ট তথ্য তুলে ধরুক। আমাদের ত্রুটি-বিচ্যুতি হলেও সেটা সুন্দরভাবে তারা তুলে ধরবে। তাহলে সেটা থেকে আমরা সতর্ক হবো।’

উল্লেখ্য, ‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ এই স্লোগানে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়।
পি


মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
হিলি সীমান্তে বাংলা নববর্ষ পালিত
দক্ষিণ চট্টগ্রামের অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদ 
সবার আগে যে দুই দেশে পালিত হলো ঈদ
X
Fresh