logo
  • ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬৫২৩ জন, এরপর স্পেনে মৃত্যু ১৩৩৪১ জন, যুক্তরাষ্ট্রে ১০৮৭১ জন, ফ্রান্সে ৮৯১১ জন, যুক্তরাজ্যে ৫৩৭৩ জন, ইরানে ৩৭৩৯ জন, চীনে ৩৩৩১ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৪ জন, মোট আক্রান্ত ৪৪২১ মোট মৃত্যু ১১৪: স্বাস্থ্য মন্ত্রণালয়।

মেলায় নীলোৎপল দাসের ‘অচেনা পাহাড় ও অরণ্যে’

শিল্প সাহিত্য ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০১
বই ভ্রমণ নিলোৎফল
ছবি: সংগৃহীত

প্রকাশিত হলো নীলোৎপল দাসের ভ্রমণ কাহিনী বিষয়ক বই ‘অচেনা পাহাড় ও অরণ্যে’।

ভ্রমণ কাহিনীটির মূল ঘটনা রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ভারত মিয়ানমার সীমান্তে ফারুয়া নামক একটি স্থানে, একটি স্কুল পরিদর্শনে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ফারুয়া এমন একটি জায়গা যেখানে এখনও আধুনিক সভ্যতার আলো ঠিকমতো পৌঁছায়নি।

যেখানে কোনও বাঙালি বসতি নেই বললেই চলে এবং অঞ্চলটি আদিবাসী তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী প্রধান। বইটির সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক, মার্কসীয় চিন্তক অধ্যাপক যতীন সরকার লিখেছেন, ‘নীলোৎপল দাসের ‘অচেনা পাহাড় ও অরণ্যে’ বইটি অন্যান্য বই থেকে সম্পূর্ণরূপে ভিন্ন।

ভ্রমণ কাহিনী বলতে যা বুঝায় সাধারণভাবে এই বইটি সে পর্যায়ে পড়ে না। যে জায়গায় তিনি গিয়েছিলেন সেই জায়গায় সচরাচর কেউ যায় না। কিন্তু নীলোৎপল সে জায়গায় গিয়েছিলেন এবং যে বর্ণনা দিয়েছেন তা পাঠককে ওই জায়গায় যেতে বা নতুন করে ভাবতে অনুপ্রেরণা দিবে।’

বইটি প্রকাশ করেছে ‘বিভাস’ প্রকাশনী। যা অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে  প্রকাশনীটির ৩৮২-৩৮৩ নম্বর স্টলে।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৪ ৩৩ ১৭
বিশ্ব ১৩৬৩৩৬৫ ২৯২৪২৫ ৭৬৪২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিল্প-সাহিত্য এর সর্বশেষ
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়