• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাসুদ কবীরের কবিতা

কৃতজ্ঞতা

শিল্প সাহিত্য ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৮
কাঁটা কৃতজ্ঞতা জীবন
মাসুদ কবীর

জীবনের চলার পথে যেতে যেতে

মাঝে মাঝে পিছু ফিরে তাকাতে হয়,

পথের ধুলো অথবা কাঁটা সরিয়ে

অপস্রিয়মাণ ছায়াগুলো দেখতে হয়।

কে কতটুকু কাঁটা বিছিয়ে রেখেছে

অথবা কে দিয়েছ রৌদ্রের দিনে

ঘনায়মান বটবৃক্ষের ছায়া,

সেসব খুঁটিয়ে দেখতে হয়।

আমি কাঁটাগুলোর কথা মনে রাখি

তবে যারা কাঁটা বিছিয়ে রেখেছিলো,

পথটাকে কঠিন করে তুলেছিলো -

তাদের ক্ষমা করে দেই, ভুলে যাই....

তবে যারা নিদারুণ গ্রীষ্মের তপ্তরোদে

সুশীতল বটবৃক্ষের ছায়া দিয়েছে -

তাদের কখনো ভুলিনা, এই শিক্ষা,

এই কৃতজ্ঞতা আমি শিখেছি কুকুরের কাছে.......

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছ কেটে জীবন চলে তাদের
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
X
Fresh