• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

পিলখানা হত্যা মামলার শুনানি মুলতবি

অনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৬

পিলখানায় হত্যা মামলায় ১শ’ ৫২ আসামির মৃত্যুদণ্ড অনুমোদন ও সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি আসছে ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের বিশেষ বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

রাষ্ট্রপক্ষের করা সময়ের আবেদন আমলে নিয়ে আদালত নতুন দিন ঠিক করে এই আদেশ দেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিড়িআর বিদ্রোহে ৫৭জন সেনা কর্মকর্তা হত্যায় অভিযোগে করা মামলায় ১শ ৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মৃত্যুদণ্ডের আসামির সংখ্যার দিক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের শুনানি শুরু হয় ২০১৫ সালের জানুয়ারিতে। বৃহস্পতিবার ৩শ’ ৫৯ তম কার্যদিবসের শুনানি হয়।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh