• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়াল, আক্রান্ত ১৫ লাখ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ এপ্রিল ২০২০, ০৮:৩৭
মৃত্যু করোনা সারাবিশ্ব
ছবি সংগৃহীত

সারা বিশ্বে হু হু করে বেড়েই চলছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। এরই মধ্যে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এই সংখ্যা ৯০ হাজার ৫৭ জন। এই সময় পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৫ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন লাখ ৪০ হাজার ৬৩০ জন।

ইউরোপের কয়েকটি দেশ প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৬৬৯ জন নিয়ে প্রাণহানিতে এখনও শীর্ষে রয়েছে ইতালি। এছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১০ হাজার ৯৭, যুক্তরাজ্যে সাত হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

গেল বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তবে দেশটি এখন করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে ইউরোপ ও আমেরিকায় এটা ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচে বেশি যুক্তরাষ্ট্রে চার লাখ ৩২ হাজার ৫৯৬ । এর পরে আছে স্পেন- এক লাখ ৫২ হাজার ৪৪৬। এরপর পর্যায়ক্রমে এক লাখ ১৩ হাজার ২৯৬ জন আক্রান্ত রোগী নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইতালি। জার্মানিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৯৬ এবং ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮০ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh