logo
  • ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৩ জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে, নতুন আক্রান্ত ৫৪ জন, এর মধ্যে ঢাকায় ৩৯ জন আর পুরুষ ৩৩ জন, নারী ২১ জন, মোট আক্রান্ত ২১৮: আইইডিসিআর। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭৩৮০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৮২ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ১৯৭০ জন। মোট মৃত্যু ১২৮৫৪, আক্রান্তের দিক দিয়েও সবার ওপরে যুক্তরাষ্ট্র। এরপরেই ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪১৭ জনের। মোট মৃত্যু ১০৩২৮ জনের। মোট আক্রান্ত এক লাখ নয় হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুতে বিশ্বে এখনও শীর্ষ ইতালি, এরপরই স্পেন। ব্রিটেনে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক লাফে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর।

আজ ইবিতে বসন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮
বসন্ত ইবি আগমন
ছবি: সংগৃহীত

প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের বসন্ত এসেছে বলেই মুকুল ধরেছে  আম্রকাননে বসন্ত এসেছে বলেই ফুল গাছে শোভা পাচ্ছে হাজারও ফুল বইতে শুরু করেছে দখিনা হাওয়া কোকিলের কুহতানে মাতাল হয়ে উঠেছে বসন্ত রাণী

প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা তাইতো বাসন্তী রংয়ের শাড়ি, কপালে টিপ, হাতে কাঁচের চুড়ি, পায়ে নূপূর, খোঁপায় গাঁদা ফুলের শোভা পাচ্ছে আর ছেলেদের পরনে মিলছে লাল, নীল আর হিমুর হলুদের ফতুয়া-পাঞ্জাবী এমন দৃশ্যে বসন্তবন্দনায় মুখরিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

আজ শনিবার বাংলা বিভাগের আয়োজনে পহেলা ফাল্গুন বসন্তবরণ ১৪২৬ উদযাপিত হয়েছে উৎসবটি উপলক্ষে বেলা ১১টায়  রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভা শেষে বিভাগের শিক্ষার্থীদের সঞ্চালনায় সঙ্গীত, নৃত্য এবং বসন্তের কবিতা পাঠ করা হয় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর . শাহিনুর রহমান ট্রেজারার প্রফেসর .সেলিম তোহা 

 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . হারুন-উর-রশিদ আসকারী বলেন, বাঙালির ছয় ঋতুর রয়েছে ভিন্ন ভিন্ন ঐহিত্য কিন্তু বসন্তের আমেজ সবাইকে এনে দেয় অসামান্য পরিবর্তন নানা ফুলের সমারোহ পরিবেশকে করে তোলে উপভোগ্য প্রকৃতির ন্যায় আমাদের জীবনও হোক উপভোগ্য সুন্দর

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২১৮ ৩৩ ২০
বিশ্ব ১৪৪৭৪৬৬ ৩০৮২১৫ ৮৩৪৭১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়