• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সময় আবেদন করেছেন খালেদা জিয়া

আরটিভি অনলইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৫:১৬

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন মুলতবি রাখার জন্য সময় আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বেলা ১১টা ১১ মিনিটে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।

এসময় তার আইনজীবী সানাউল্লা মিয়া আত্মপক্ষ সমর্থন মুলতবি রাখার জন্য সময় আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলাটির সঠিক তদন্ত হয়নি। তাই মামলাটি পুনরায় তদন্ত করার আবেদন জানাচ্ছি।

এর আগে, গেলো বৃহস্পতিবার অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে অপারগতা জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন।

অপরদিকে দুদুকের আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার আসামি খালেদা ও তারেকের জামিন বাতিলের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং বেগম খালেদা জিয়া যদি সোমবার আদালতে হাজির না হয় তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদেশ দেন।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh