• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর দরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৪:১৮

কেরানীগঞ্জে নিম্ন আদালত স্থানান্তর করা দরকার বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে প্রধান বিচারপতি এ কথা বলেন।

তিনি বলেন, পুরান ঢাকার একটি ছোট জায়গায় নিম্ন আদালত। সেখান থেকে আসামী স্থানান্তর করা অনেকটা ঝুঁকিপূর্ণ। আসামী নিয়ে যেতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা দরকার।

যদি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের কাছে নিম্ন আদালত স্থানান্তর করা যায় তাহলে আদালত ও কারা উভয় কর্তৃপক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ।

তিনি বলেন, পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জে বন্দীরা একটু ভাল আছে। এখানে জায়গার সংকট নেই।

এর আগে প্রধান বিচাপরতি সুরেন্দ্র কুমার সিনহা কারাগারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। প্রায় আধা ঘণ্টা কারাগারের ভেতর অবস্থান করার সময় তিনি বন্দীদের সঙ্গেও কথা বলেন।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh