• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত

মিজানুর রহমান, আফ্রিকা প্রতিনিধি

  ২৭ আগস্ট ২০১৯, ২২:২১
বাংলাদেশি, দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতের গুলিতে দুই প্রবাসী বাংলাদেশিসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে কেপটাউনের মাউসবেরি এলাকায় নিজের দোকানে নিহত হন উজ্জ্বল মাঝি (৩৩) এবং তার দোকানের কর্মকর্তা মো. আলম মোল্লা (৩৫)।

নিহত উজ্জল শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার কাইচকুরি গ্রামের মৃত শহর আলি মাঝির ছেলে। আলম মোল্লা একই জেলার নড়িয়া উপজেলার কাবাসপাড়া গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে।

উজ্জ্বল ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে দোকান কিনে ব্যবসা ব্যবসা শুরু করেন। আলম দুই বছর আগে আফ্রিকায় গিয়েছিলেন।

নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে আছে। পারিবারের সঙ্গে কথা বলে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি অফ কেপটাউন। সোমবার সকালে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে।

উজ্জ্বলের চাচাত ভাই আল আমিন জানান, এক দল ডাকাত দোকানে ঢুকে উজ্জ্বল, আলম, তুহিন নামের একজন এবং দোকানের ক্রেতা স্থানীয় নাগরিক কালারকে গুলি করে।

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh