logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

এবার জাতিসংঘের সদর দপ্তরে পালন করা হবে জাতীয় শোক দিবস

আব্দুল হামিদ, নিউইয়র্ক
|  ০৯ আগস্ট ২০১৯, ১৯:৫৭
শোক দিবস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে (১৫ আগস্ট) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এবার ‘জাতীয় শোক দিবস’পালন করা হবে। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আলোচনা সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

মিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে সদর দপ্তরের ভেতরে।

এতে বিভিন্ন দেশের কূটনীতিকরাও থাকবেন বলে জানিয়েছেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ মোমেন। গত ৮ আগস্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনায় সভায় তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেয়েছেন। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

একইদিন স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী সংগঠনগুলো ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়