logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯৭৭ জন, সুস্থ হয়েছেন ২০৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

জাবিতে গোলাগুলির ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি
|  ০৪ জুলাই ২০১৯, ১৩:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলেও সিদ্ধান্ত হয় সভায়।

এর আগে দুপুরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত হন অন্তত ২৫ জন।

খোঁজ নিয়ে জানা যায়, বেলা তিনটার দিকে মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু হলের দুই শিক্ষার্থীর মধ্যে ধাক্কা লাগে। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই হলের শিক্ষার্থীরা।  চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। ঘটে গুলির ঘটনাও।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।  পরে ঘটনাস্থলে আসে পুলিশ।  টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ক্যাম্পাসে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৯৬৫১ ১৪৩৮২৪ ৩৩০৬
বিশ্ব ১৮৯৯৬৮৫৫ ১২১৮৪৮২৮ ৭১১৫৮২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়