• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফেসবুককে জার্মানির জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ২১:০২
ফেসবুক জরিমানা
ফেসবুক

ফেসবুককে দুই মিলিয়ন ইউরো জরিমানা করেছে জার্মান কর্তৃপক্ষ। ইন্টারনেট স্বচ্ছতা বিষয়ে দেশটির আইন ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ কনটেন্ট দেয়ায় এ জরিমানা করা হয়।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিষয়টি নিয়ে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে জার্মানির ফেডারেল অফিস অব জাস্টিস। ওই বিবৃতিতে বলা হয়, ফেসবুক আইন না মেনে চলায় তাদের জরিমানা করা হয়েছে।

অবশ্য ফেসবুক বলছে ভিন্ন কথা। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ বলছে, তারা আইন মেনেই সবকিছু করেছে। জার্মানির আইনে ‘কিছু ধোঁয়াশা’ আছে বলেও মন্তব্য করেছে তারা। এজন্য জরিমানার বিষয়টি নিয়ে ফেসবুক আপিল করবে।

জার্মানির ‘নেটওয়ার্ক ইনফোর্সমেন্ট অ্যাক্ট’ অনুযায়ী, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে প্রতি ছয় মাস পরপর অবৈধ কনটেন্ট ঠেকাতে তাদের কার্যকলাপের প্রতিবেদন প্রকাশ করতে হবে।

জার্মান কর্তৃপক্ষ বলছে, ফেসবুক যে প্রতিবেদন প্রকাশ করে তা অসম্পূর্ণ। এতে অবৈধ কনটেন্টের অভিযোগগুলো নিয়ে ফেসবুক কিভাবে কাজ করে তার বিস্তারিত বিবরণ থাকে না। এছাড়া অভিযোগের পর তার জবাবে সঠিক তথ্য দেয় না ফেসবুক কর্তৃপক্ষ।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা
চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে অংশ নেবে জার্মানির যে পাঁচ ক্লাব
জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা
নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, আ.লীগ নেতাকে জরিমানা
X
Fresh