logo
 • ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৬ ফাল্গুন ১৪২৬

গুগল ফটোজে আনলিমিটেড স্টোরেজ পাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ মে ২০১৯, ২১:১২ | আপডেট : ১০ মে ২০১৯, ২১:১৪
ফাইল ছবি
বর্তমানে স্মার্টফোনের স্টোরেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে স্টোরেজের চাহিদা আরও বাড়ছে। বিশেষ করে স্মার্টফোন ক্যামেরা যত উন্নত হচ্ছে ততই বেশি পরিমাণে স্টোরেজ সুবিধা চাচ্ছেন গ্রাহকরা।

বর্তমানে উন্নত প্রযুক্তির স্মার্টফোন দিয়ে হাই রেজ্যুলেশনের ছবি বা ভিডিও আসে। এজন্য এগুলো সংরক্ষণ করতে বেশি স্টোরেজের প্রয়োজন হয়। কিন্তু বেশিরভাগ ক্লাউড স্টোরেজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে সীমিত স্টোরেজ ব্যবহারের সুযোগ দেয়। এ অবস্থায় বাড়তি স্টোরেজের জন্য অর্থ খরচ করতে হয় গ্রাহকদের।

এসব সীমাবদ্ধতার মধ্যেও একজন গ্রাহক চাইলে আনলিমিটেড স্টোরেজ সুবিধা পেতে পারেন। তবে এই সুবিধা শুধু গুগল ফটোজেই পাওয়া যাবে। দেখে নিন গুগল ফটোজে কিভাবে হাই রেজ্যুলেশনের ছবি ও ভিডিওর আনলিমিটেড স্টোরেজ সুবিধা পাবেন-

পূর্বশর্ত

 • গুগল ফটোজের সর্বশেষ ভার্সন লাগবে
 • যথেষ্ট ডাটাসহ সক্রিয় ইন্টারনেট কানেকশন লাগবে
যেসব ধাপ অনুসরণ করবেন

 • ‘ব্যাকআপ মুড’ অপশনে ক্লিক করুন এবং ‘হাই কোয়ালিটি’ অপশনে যান
 • গুগল ফটোজ অ্যাপটি ওপেন করুন
 • ওপরের ডান পাশের কোনায় থাকা তিনটি ডট চিহ্নিত অপশনে ক্লিক করুন
 • এবার সেটিংস অপশনে যান
 • ব্যাক অ্যান্ড সিংক অপশনে গিয়ে টগল চালু করুন
 • এ পর্যায়ে ‘ব্যাকআপ মুড’ অপশনে গিয়ে ‘হাই কোয়ালিটি’ সিলেক্ট করুন
 • ব্যাকআপ ডিভাইস ফোল্ডারস অপশনে ফিরে আসুন। এখান থেকে যেসব ফোল্ডার আপলোড করতে চান সেগুলো সিলেক্ট করুন।
ডি/পি

 • সর্বশেষ
 • পাঠক প্রিয়
 • অন্যান্য এর সর্বশেষ
 • অন্যান্য এর পাঠক প্রিয়