• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

দাঁড়িপাল্লা পাবে না কোনো রাজনৈতিক দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:২৮

কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। নিজস্ব মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় সোমবার ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) বুধবার জানানো হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় দু’টির স্থলে তিনটি চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায়ও ৩টি চেইন থাকবে।

জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ছিল দাঁড়িপাল্লা। তবে সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়াও একাত্তরের যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটি।

এসএসজে/ এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh